কোজাগরী সংখ্যা
ইউসুফ মোল্লা
শব্দগুলো ভাঙতে শেখো
জলকে ভেঙে যে অক্সিজেন পাবো,
ওটার সাথে মিশিয়ে দেবো আমার প্রশ্বাস।
তুমি সমুদ্রের তলদেশের রাজকন্যা হবে,
আমি ডুবুরি হয়ে তোমার খোঁজ করবো।
শুঁয়োপোকার গায়ে হুলি মাখিয়ে প্রজাপতি বানাতে চাই,
তোমাকে উপহার দেবো বলে।
শব্দে-বাক্যে মুখরিত হয়ে থাকবে তোমার গান।
পৃথিবীর আদি রহস্য জানো তো,
আগুন; যে আগুন তোমার বুকে।
গিরগিটির মতো শক্ত করে আঁকড়ে ধরো দেয়ালকে,
যে দেয়াল তোমাকে সামনে এগিয়ে দেবে।
একটা করে আঙুল ধরো, পাঁজর শক্ত হবে।
শব্দগুলো ভাঙতে শেখো, কাব্য হয়ে যাবে।
No comments:
Post a Comment