কোজাগরী সংখ্যা
অনঞ্জন
শিল্পী
এমনি এক যন্ত্রণার মুহূর্তে তুমি তাকে দেখেছিলে আলো হয়ে নেমে আসতে,
তুমি চেয়েছিলে সে যন্ত্রণা থাক অন্তত আরও কিছুক্ষণ, তুমি নিশ্চিত নিশ্চল
যন্ত্রণা ফিরে ফিরে আসে দাপটে; এমনি এক যন্ত্রণার মুহূর্তে ওলট-পালট সব-
ছত্রভঙ্গ ওই ঝড়ের অন্তরে দেখেছিলে মায়া, ভাঙা গাছের জন্য, ললিতকলা বুঝি তাই;
ঘন-কুয়াশায় মূর্তিমান কাল যখন ছুটে চলে, তুমি নিশ্চল বসে থাকো কালের পিঠে,
সূর্য যতক্ষণ-না তোমার সামনে এসে দাঁড়ায়, এবার দেখো- কে কার কাছে নতজানু হয়!
No comments:
Post a Comment