Friday, 30 October 2020

|| কোজাগরী সংখ্যা ≈ কেয়া চক্রবর্তী ||

|| মল্ল সাহিত্য ই-পত্রিকা ||
কোজাগরী সংখ্যা
কেয়া চক্রবর্তী



মুক্তির অপেক্ষায়

জানিনা কবে মুক্তি পাবো বন্দীজীবন থেকে,
আর কতদিন থাকবো এভাবেই বাড়িতে চুপটি করে বসে,
জানলার ধারে বসে তিতলি ভাবে শুধুই তাই,
আর বোধহয় বন্ধুদের সাথে দেখা হওয়ার নাই।
পারবো না আর খোলা মাঠে করতে দৌড়াদৌড়ি,
পারবো না আর আচার খেতে যাবো না স্কুলে চড়ে কাকুর গাড়ি,
সারাদিন শুধু পড়া, আর হোমওয়ার্ক,
অনলাইনে পড়ে শুধু মাথায় বাড়ছে এখন চাপ,
নাচ, আঁকা, বন্ধু সবই এখন যে অতীত,
ঘরের বাইরে কবে যে যাবো ধারণাতীত,
মা গো আমায় ছুটি কি তুমি দেবে না,
একলা ঘরে আটকে যে যায় দম কিছুই ভালো লাগে না।
সবুজ ঘাসে জানিনা কবে করবো লুটোপুটি,
গাছের ফুল সূর্যের আলোয় উঠেছে কেমন ফুটি।
আজ যেন ঠিক আমি ওই খাঁচায় পোষা টিয়াপাখি,
যতই করি ডাকাডাকি, 
জানিনা কবে এই বন্দীদশা থেকে মুক্তি পাবো থাকি অপেক্ষায়,
জানিনা কবে পৃথিবী থেকে অসুখ নেবে বিদায়।
দূর আকাশ আমায় দিচ্ছে ওড়ার ডাক,
পাখির মতো উড়ে বেড়ানোর আমার যে বড় সাধ।

No comments:

Post a Comment