কোজাগরী সংখ্যা
নীলিমা সাহা
সদ্যোজাত
এই তো সবে এলাম,ছোট্ট আমি ,কয়েকটি অবিন্যস্ত পৃষ্ঠা মোমবাতি জ্বেলে ছিল অপেক্ষায়
তোমাদের পৃথিবী শেয়ার করবে তো আমাকে!
লনের আঁধারে না-ফোটা চোখ আমার শুনছে আশঙ্কা
আশঙ্কা গুনছে অক্ষমতা জানালা দেখছে দিগন্ত
ক্রমশ মেঘার্ত
ধাক্কা দিচ্ছে শব্দ
এলাম,তোমারই আনলে অচেনা চশমায় সময়ের আকাশ ,গদ্যজমিনে কৃষিকথার আসর,নতুন পৃথিবীতে সেই আদিম পুকুর
আগাছার চারপাশে কানাগলি
তৃষ্ণাব্যথা---শুদ্ধ বানানের খোঁজে শব্দ অক্ষর বর্ণমালা
আন্ডারলাইন্ড হচ্ছি আমি
মনোগ্রাম হয়ে ফুটে উঠছে পার্থিব উপহার
No comments:
Post a Comment