Friday 30 October 2020

|| কোজাগরী সংখ্যা ≈ রানা সরকার ||

|| মল্ল সাহিত্য ই-পত্রিকা ||
কোজাগরী সংখ্যা
রানা সরকার



কিছু লেখা হচ্ছে না

শরতের রাতেও মুষলধারে বৃষ্টি
গোধূলির আকাশ রক্তের মতো লাল
কাশ বাগানের পেছনে ছুটন্ত রেল 
সদ্য প্রেমে পড়া বালিকাটি 

কিছুই লেখা হচ্ছে না, কবিতা আর আসছে না!

ঘরে ঢুকে যায় পচা ড্রেনের জল
শেষ বেলায় শহরে খালি পায়ে মিছিল 
পুজোয় দুর্গার সবুজ শাড়ি না পাওয়া
সদ্য প্রতারিত প্রেমিকা 

কিছুই লেখা হচ্ছে না, কবিতা আর আসছে না!

হু হু করে ঢুকে পড়ে বাতাস, কেঁপে ওঠে বুক। 
নিভে যায় কেরোসিনের ডিবিয়া, কালো মুখ। 
শিশুর কান্না, অমাবস্যার মেঘ, কালো পাহাড়। 
কাঁপে গাছ, ডেকে উঠে পেঁচা, উড়ে যায় বাদুর। 

চুরি হয় স্বপ্ন, চুরি হয় খাদ্য আত্মহত্যা করে মানুষ, 
আর, ধাপ্পাবাজী দিয়ে ঘুমিয়ে পড়ে শৌখিন দেশ।

আর আমরা আবোল তাবোল মানুষ পূর্ণিমার অপেক্ষায়। 

অথচ, কিছুই লেখা হচ্ছে না, কিছুতেই ঘুম আসছে না। 


No comments:

Post a Comment