Friday, 30 October 2020

|| কোজাগরী সংখ্যা ≈ বিভাবসু ||

|| মল্ল সাহিত্য ই-পত্রিকা ||
কোজাগরী সংখ্যা
বিভাবসু 


জলপরির জন্য অপেক্ষা 

যখন স্বপ্নগুলো খুব একা হয়ে যায়
যখন বেদনায় খুব করে ধ্বসে যেতে থাকি 
তখন তুই, আমার প্রিয় জলপরি, তুই 
ভেসে উঠিস উথাল রক্তস্রোতে
আদরে আদরে মুছে দিস সব ক্ষত,
সব যন্ত্রণা 
 
তোর আর আমার এই সাহচর্য, এই সখ্য 
এই অাদি-অন্তকালের পরিযান 
থামেনি, থামে না কখনো
সৃষ্টকথার প্রতিটি স্রোত জুড়ে
আমাদের এই অনন্ত ভাসান 

আজ হৃদয়জুড়ে জলশ্রাবণ, জলস্রবণ
আজ আরো এক দহনদিন 
হৃদয়ে গভীরতর উথাল-পাথাল 
আজো জেগে ওঠছে ধীমান এক প্রেমখেলা

কিন্তু কোথায় তুই!
কোথায় তোর ঝোড়ো হাওয়া?


No comments:

Post a Comment