Friday 30 October 2020

|| কোজাগরী সংখ্যা ≈ অনামিকা নন্দী ||

|| মল্ল সাহিত্য ই-পত্রিকা ||
কোজাগরী সংখ্যা
অনামিকা নন্দী



নোনাধরা সময়
​         
ফেলে আসা সময়গুলো জানলা দিয়ে উঁকি দিলে বিকেলের পৃথিবীতে ছায়া নামে , উঠোনে এক্কা-দোক্কা খেলে বেড়ায় গল্পকথা ৷
​নোনাধরা হাসিরা রাজহাঁসের ঠোঁটে ডুব দেয় এঁদো পুকুরের জলে,অবিশ্বাসের তীক্ষ্ণ দৃষ্টিতে ঝলসে যায় বিশ্বাসের গর্ভ ,জন্ম নেয়
​সম্পর্কের মৃত শরীর..

​আমার কাছে সঞ্চিত যে মেঘ ছিল তা থেকে আর বৃষ্টি হয়না,সারা আকাশময় ছড়িয়ে দেয়া হয়েছে ব্যথার গরম চূর্ণী ...

​চৌবাচ্চায় বেঁধে রাখতে চায় সাগরের জল, বোঝাই হয় তিক্ত হওয়া রাত্রি,সকালের অনুভূতিগুলো এখন রাত্রির খাঁড়িতে...
অন্ধকারের প্রাচীর বেয়ে ​জীবাশ্মরা  অন্তরমহলে ঢুকে পড়লে তেঁতো হয়ে যায় জলস্রোত ,ঢেউয়ের ওপর নিথর ফেলে আসা সময় আর মরচে ধরা চাঁদ৷

​তবুও একফালি জ্যোৎস্না হাতে খাঁড়ির মুখে দাঁড়িয়ে.... 

No comments:

Post a Comment