ইমপ্রেশন!
ইমপ্রেশন শব্দটা ঠিক ভাদ্দরের আকাশের মত! ক্ষণে ক্ষণেই বদলায়। ভাদ্দরের আকাশ আনপ্রেডিক্টেবল, যাই বলুন সকালে রোদ দেখে উঠলেন, দিব্যি চলছে বেলায় এলো ঝেঁপে বৃষ্টি! ছোট ছোট ছোট! সব এলোমেলো, ভরা রোদ দেখে শাড়ি মেললেন, ব্যস গেলো, কোনোক্রমে সামলালেন! ইম্প্রেশন ও তাই, বড় আপেক্ষিক! আনপ্রেডিক্টেবল! আপনি পছন্দের মত কাজ করতে পারলেই দারুণ, ইম্প্রেশন জমে ক্ষীর, না করতে পারলে ইম্প্রেশনের গায়ে জ্বর চলে আসবে, ক্রমে ভাইরাল ফিবারের মতো ছড়াবে বাতাসে বাতাসে! তারপর করোনার মতো বিচ্ছেদ! তার জন্য যুক্তি তর্ক লাগে না৷ কি, কেন হলো না, আমি নিজে কি করেছি! আহা হয়ত সমস্যা ছিল! নহিইইই! করেন নি মানে ইচ্ছাকৃত! মেয়েরা সতত আবেগী এবং কানপাতলাও! যে যা বলে তাতেই উত্তেজিত এবং উৎফুল্ল ও!
পুরুষ অবশ্য যুক্তিবাদী বেশি হয় মেয়েদের তুলনায় এটা সত্যি, ব্যস্তও বেশি, চিলেরা কান নিয়ে চলে গেলে ছোটে না, তবে ভাগাব্যান্ড পুরুষ নিজের ইপ্রেশনের মাপ ঝোঁক করতে উৎসাহী হলেও হতে পারে! আহা! লাইকিং বলে কথা! নারীময় জীবন! যদিও লাইকার অনেক সময় তিতিবিরক্ত হয়েও দারুণ দারুণ করে, করতেই হয়, পরে এসে ইম্প্রেশনের মুখে ঝাড়ু মারে বন্ধু বৃত্তে! খুব স্বাভাবিক, সেখানেও ইপ্রেশন খারাপ হলে আরো চিত্তির! আমাদের মতো ভ্যাগাবন্ড যারা, যাদের কিছুর মালিকানা নেই, তারা নির্লিপ্তে ইমপ্রেশনের খেলা দেখে যায়! থাক থাক! ফিলগুড ফ্যাকটরেও রোদ ওঠে বইকি! আহা মিথ্যা করেই হোক, ভালো বলতে দোষ কি! সেই ভাদ্দরের আকাশ আর কি বেমক্কা বৃষ্টি হলো বা, রোদ দিতে কি অসুবিধা ভাই! গিভ মি সাম সানশাইন!! গিভ মি সাম রেইন!
No comments:
Post a Comment