Friday, 30 October 2020

|| কোজাগরী সংখ্যা ≈ বিকাশ চন্দ ||

|| মল্ল সাহিত্য ই-পত্রিকা ||
কোজাগরী সংখ্যা
বিকাশ চন্দ



হৃদয়-পুরুষ খোঁজে

এমন তরো দুঃসময় কে কোন জাত লেখেনি গাত্রে--
সদালাপের গল্পগুলো ছড়ায় নিত্য দেখো সারা বিশ্বে, 
ছায়া পথের অরূপ রূপের নক্ষত্র কেউ দেখেনি রাত্রে 
অবাক চোখের নিষ্পলক কথা চোখ মুখ ঢাকা দৃশ্যে। 

বুকের ভেতরও প্রাণের কান্না কোজাগরী রাত বুঝছে
ভালোবাসায় ভেসে আছি কেবল দু'চোখ বড্ড ভারী--
বিশ্ব জুড়ে একটি নিদেন জীবন বাজী করেই খুঁজছে
ভূবন ছোঁয়া সম্প্রীতি আজ ও নিভৃতে জমেনি আড়ি। 

অদৃশ্য কোন শত্রু শূন্যতায় সে কী দানব নাকি দানবী--
পাখি ও ডাকে ফুল ও ফোটে গন্ধ মাতন এও তো সত্যি, 
আগলে আছে প্রাণের দোসর প্রাণে সকলে তো মানবই 
খিল খিলিয়ে উঠোন জুড়ে হাসে দেব শিশু সে এক রত্তি। 

জীবন মানে গন্ধ বিলায় জড়িয়ে গোলাপ যেনো গাছেই
চিমটি কেটে কেউ দেখে না যারা কে সত্যি মনের মানুষ,
কষ্ট আমার বুকের ভেতরে কেমন গুমরে বেঁচে আছেই
চতুর্দিকে রাজা রানী উড়িয়ে বেড়ায় মিথ্যে যত ফানুস। 

সকল ভাষা বোঝে না সবাই আহা প্রাণের ভাষা বোঝে
হৃদ কমলে জড়িয়ে স্মৃতি অহরহ পুরুষ পাথর আদর,
বিপন্নতায় সকল মানুষ ব্যাস্ততায় হৃদয় পুরুষ খোঁজে    
কান্না হাসির সকল কথাতে  চাতক সত্যি তৃষ্ণা কাতর। 

No comments:

Post a Comment