Friday, 30 October 2020

|| কোজাগরী সংখ্যা ≈ মৌসুমী রায় ||

|| মল্ল সাহিত্য ই-পত্রিকা ||
কোজাগরী সংখ্যা
মৌসুমী রায় 



অনন্ত সমুদ্র একটি চিল


হারিয়ে ফেলেছি বন্দরের শেষ নিশানা
মাঝ সমুদ্রে হাবুডুবু খাচ্ছি বেধড়ক!

বারমুডাট্রাঙ্গেল থেকে রহস্যসংকেত
হায়রোগ্লিফিকে বিচিত্র প্রেমপত্র পাঠায়
হারাকিরি কুরুবক বুরবক জেনানা হৃদয়
কালের মিক্সিতে ঘ্যাস ঘ্যাস পেষে
মোহমুদ্গর বাৎসল্য কাম প্রেম
রসালো আচারে দ্বিপ্রাহরিক পিএনপিসি
রোদেলা জাফরিতে পিঠ দিয়ে নিওন আলো
মোবাইলস্ক্রীনে ফিসফিসে দুর্বোধ্য 
ডোরাকাটা সংকেত বিপবিপ্ বিপবিপ্
চতুর্মুখ অজাবতারে দেবীনৃশংসা
ভক্তদলে প্রস্ফূটিতা হন।

মাঝসমুদ্রে তখন হাঙরের জলস্তুতি
জেগে ওঠে জলপরী,নীবিবন্ধে কস্তুরি ,
গন্ধকুঠিতে অমোঘ বসন্ত আহ্বান
দিকহারা কম্পাসে অনিদির্ষ্ট কাঁটা 
সাঁই সাঁই ঘুরে যায় নিয়তি আমার
ভোঁকাট্টা নাবিক জীবন ত্রিশঙ্কু ঝুলনে
উদগ্র বাসনাচক্ষু ভাসিয়েছি অনন্ত নীলাকাশে

দিশা নেই,গতি নেই ,নেই বন্ধুডানার ছায়া
বিভঙ্গউড়ানে স্রেফ লাটখাওয়া চিল...


1 comment:

  1. ভিন্নধর্মী এবং অনবদ্য

    ReplyDelete