Friday, 30 October 2020

|| কোজাগরী সংখ্যা ≈ রিয়েল আবদুল্লাহ ||

|| মল্ল সাহিত্য ই-পত্রিকা ||
কোজাগরী সংখ্যা
রিয়েল আবদুল্লাহ



নেশা

মদ পান করে আমাকে নেশাগ্রস্থ হতে হয় না
তোমাকে দেখলেই মাতাল হয়ে যাই

তোমার কামোষ্ণ লাল চোখ আর ঘন কালো চুল
ডালিম ফাটা ঠোঁট - নিকষ দুটি চোখ
দেখলেই যৌবন টিকিতে আগুন ধরে যায়।

মদ পান করে আমাকে নেশাগ্রস্থ হতে হয় না
তোমাকে দেখলেই মাতাল হয়ে যাই।


চশমা

রঙিণ চশমা পরলে সবই রঙিলা লাগে
মানুষের দুঃখটাও রঙিণ হয়ে যায়

রঙিণ চশমা খোল-মানুষের কাছে যাও
মানুষ হও-তারপর গর্ব করে বলো
তুমি মানুষ -পৃথিবীতেই তোমার বসবাস।

রঙিণ চশমায় চেয়ে বেদনাকে দেখা যায় না
পরিশুদ্ধ দুটি চোখে শুধুমাত্র চেয়েই
বুঝা যায় বেদনা সকলের জন্মান্তর সঙ্গী।



2 comments: