কোজাগরী সংখ্যা
শীলা সিনহা
কোজাগরী
কোজাগরী পূর্ণিমার রাতে
চাঁদের আলোয় যখন,
চারিদিক ঝলমল করছে,
থেকে থেকে বেজে উঠছে শঙ্খধ্বনি,
বাড়িতে বাড়িতে পূজিত হচ্ছেন "মা লক্ষ্মী"।
ঠিক তখনই অন্যদিকে
অন্ধকার ঘরের কোনে,
ফুঁপিয়ে কেঁদে চলেছে,
কত বাড়ির ধর্ষিত হওয়া,
কত আদরের, জ্যান্ত মা লক্ষ্মীরা।
কজনই বা তাদের খবর রাখে!
একদিকে পূজোর নামে চলছে
আমোদ, ফুর্তি পয়সা ওড়ানো,
অন্যদিকে দুটো খাবারের অভাবে
অকালে ঝরে পড়ছে কত প্রাণ,
কেউ কি তার হিসাব রাখে? কে-জানে!
No comments:
Post a Comment