Friday 30 October 2020

|| কোজাগরী সংখ্যা ≈ ভজন দত্ত ||

|| মল্ল সাহিত্য ই-পত্রিকা ||
কোজাগরী সংখ্যা
ভজন দত্ত


বাস্তুতন্ত্র

আগাছায় বাস্তু ভরে গেলেই কি বাস্তু ছেড়ে যাওয়া যায়!ভাতের হাঁড়ির পাশে সরীসৃপের আনাগোনা!সহবাসীরা জানে, কে এখন কার পাশে জেগে কিংবা শুয়ে-বসে আছে!
কে খাবে ছোবল,কে মুখে তুলবে খাবল,কে তুলবে পটল,কেইবা হবে খাদ্য আর কেইবা হবে খাদক!

পা তুললেও মরণ,পা নামালেও মরণ! 
পাপা ও পাপা! মাটি ও মাটি,মানুষই খাঁটি এলিয়েন, পৃথিবী তো যত গাছ-আগাছার!লুটেরা মানুষ লুটেছে  ভাণ্ডার। 

মাটিতে পা রাখলেই যদি মাটির মানুষ হওয়া যেত তবে পৃথিবীটাও যথাযথ বাসযোগ্য বাস্তু হয়ে উঠত।
আগাছা নির্মূল নাহোক, আগামী বর্ষাতক ওদের বাড়বাড়ন্ত থামানোর পারিবারিক পরিকল্পনায়
দা,কাটারি উঠে আসুক হাতে। 

গাছেদের ভিটেয় ঘুঘু চরানোর তাল করে যারা, 
বনসৃজনের বক্তৃতায় তারা তো  মড়াকান্না জুড়বেই...


9 comments: