Friday 30 October 2020

|| কোজাগরী সংখ্যা ≈ অর্পিতা রায় ||

|| মল্ল সাহিত্য ই-পত্রিকা ||
কোজাগরী সংখ্যা
অর্পিতা রায়


বাঁশি

শুনতে পাস্ সই ওই শ্যামের বাঁশি?
রাধা রাধা নামে সে পরায় ফাঁসি।
মেঘের গায়ে ময়ূর নাচে,
তালে তালে ওই বাঁশিটি বাজে।
বনমালা গলে শ্যাম নীলপীতবাস,
তার নামে ছেড়েছি জীবনেরও আশ।

বংশীর সুর যার নামে বাঁধা,
জগত জানে আমি সেই রাধা।
আমার পরাণে শ্যামের চরণে বেঁধেছি বিষম ডোর,
বাঁশির সুর যার নামে কাঁদে, সেই রাধা নাম মোর।
আমি তোমার রাধা তুমি শ্যামচাঁদ,
নয়নের মাঝে নয়নের ফাঁদ।
তোমার হৃদয়েশ্বরী আমি, তোমার বাম-পার্শ্বধারী,
জগতের লোকে তাই কলঙ্ক দিয়েছে রাই রাসেশ্বরী।

শ্যামের বাঁশি বাজছে যেথায়,
অঙ্গ অঙ্গ মোর ধাবিত সেথায়।
সই আমি যদি না যাই ওই কালিন্দী কূলে,
বাঁশি আর বাজাবে না শ্যাম,
দুকূল ডুবিবে জলে।


No comments:

Post a Comment