Friday 1 May 2020

হরিৎ বন্দ্যোপাধ্যায়

মল্ল সাহিত্য ই-পত্রিকা , ২-য় বর্ষ










হরিৎ বন্দ্যোপাধ্যায়


পাখি রঙের আকাশ ------ ৬৩

কিছুক্ষণের জন্য স্টেশনে এসে দাঁড়ানো। তারপর হঠাৎ করে কে কোথায় হাওয়া হয়ে যাওয়া। তবুও জায়গা নিয়ে ভীষণ ঝগড়া, একে অপরের ওপর ঝাঁপিয়ে পড়ছে। সবাই সবাইকে দেখে নিতে চায়। কিন্তু কোথায় তাদের দেখা হবে, সেই জায়গাটাই বা কিরকম তা নিয়ে কেউ কোনো উচ্চবাচ্য করে না। তারপর হঠাৎ করেই বৃষ্টিদুপুরে ট্রেন এসে দাঁড়ায়। অনেকেই উঠে যায় আবার অনেকের জায়গাও হয় না। কিন্তু ঝগড়া থেমে গেছে অনেকক্ষণ। আসলে কিছুক্ষণের জন্যে সবাই ভুলে গিয়েছিল ট্রেনের কথা। তাই ট্রেন আসতেই সবাই এখন একা একা।


No comments:

Post a Comment