Friday 8 May 2020

বর্ণজিৎ বর্মন

মল্ল সাহিত্য ই-পত্রিকা , ২-য় বর্ষ 
রবি ছায়ায় কবিতা ২০২০



পরীক্ষার শেষ 5  minute  বর্ণজিৎ বর্মন 

দৃষ্টির জ্যামিতিতে লেবেলের পরিমিতিবোধ
ইন্টারন্যাশনাল সম্পর্ক খুঁজে ,
ভূমিতে পরে থাকা একদল সিটিজেন নামে পাখির ছায়া 
4ভাঁজ রুটির মতো ,পরে আছে প্রশ্নপত্রে ।

উত্তর খুঁজি ডান-বাঁ খাতার বিছানায়-
কলম সহবাস স্বাদ পেলো কিন্তু 
জম্ননেয়নি আজো উত্তর নামক সন্তান ।
প্রতীক্ষার প্রতিষ্ঠা অন্তরিক্ষে ঝুলে রাখে সত্তাকে ,,
বিশ্ব কবিবর আপন আলোর সমুদ্রে 
সাঁতরিয়ে সুদূরের ঘাতে পৌছালেন 
কোন উত্তরের নিশান সিড়ি দিয়ে-
অপেক্ষার প্রান্তরে আমি একলব্য 
শত কোটি প্রণাম চরণে তব ।


No comments:

Post a Comment