মল্ল সাহিত্য ই-পত্রিকা , ২-য় বর্ষ
১৩২-তম প্রয়াস
১৩২-তম প্রয়াস
পাখি রঙের আকাশ ----- ৬৮ হরিৎ বন্দ্যোপাধ্যায়
একটা ছোট্ট গল্প। দরজা থেকে বাইরে পা রাখলেই শেষ। সবাই তটস্থ থাকে কখন শেষ হয়ে যাবে তারা টেরই পাবে না। গল্পের এসব ভয় নেই। সে তো গল্প। গল্পের আবার ছোট বড় হয় নাকি ! গল্প বলা তাড়াতাড়ি শেষ হয়ে গেলেই বুঝি ছোট গল্প হয় ? আকাশের দিকে আমার চেয়ে থাকার গল্প ? সেই কবে মা আমাকে একবার চাঁদ দেখিয়েছিল। এখন বিছানায় শুয়ে চাঁদ সরিয়ে, ট্রেনের জানলায় চোখ রেখে আকাশ দেখি। মুহূর্তে চেয়ে আকাশ বলে ফেলি। কিন্তু তারপর ? তারপর তো ভেতরে ভেতরে আকাশ বড় হয়ে যায়। একপ্রান্ত থেকে আর এক প্রান্ত দেখাই যায় না। অনেক দূরের গল্প বললে মা বলত রেললাইনের ওপারে। আমার আকাশের গল্পও রেললাইনের ওপারে ছড়িয়ে আছে। কখনও কখনও ছড়ানো গল্প একটা একটা করে কুড়িয়ে নিলেও রেললাইনের ওপারে চলে যাই। ঠিক সেই সময়ে বৃষ্টিদুপুরে গল্প হঠাৎ করে ভিজে গড়িয়ে গেলে আকাশ তো সবকিছু ঢেকে দেয়। একশব্দের আকাশের গল্প তখন এক জীবন ছাড়িয়ে অন্য জীবনের দিকে হেঁটে যায়
No comments:
Post a Comment