Monday, 18 May 2020

শুভ্র নীল চক্রবর্তী

মল্ল সাহিত্য ই-পত্রিকা , ২-য় বর্ষ 
 ১৩৯-তম প্রয়াস


যৌবসুধা    শুভ্র নীল চক্রবর্তী

গাছের পাতা বরাবর ঝরে পড়ছে অগ্নিকুণ্ড
সাঁওতাল নন্দিনীর বাঁকা সখের মৌচাকে
অসমসত্ত প্রতিনিধিদের কুঞ্চিত ব্যঞ্জনার ফলকের মত 
ঝরে পড়ছে স্নায়ু তমালির  নিটোল শরীর বরাবর 
যেমন ভাবে সিগারেটের ধোঁয়া মিশে যায় 
ফুটপাথের সাদা আলোয় ।

যুদ্ধের জরায়ু 

পিরীত উপোষীর জন্য এক গ্লাস শরবত রেখে যাও
একফোঁটা রক্তে মিশিয়ে দিও অস্ত্র 
অম্লান বদনে জিভে কেটে নেবে ডোরা সাপের বিষ

জরায়ুর শেকড় ছিড়ে যাওয়া অবধি পা জোড়া এক করোনা নিষিক্তের সংশোধনে  

ঘুম ভাঙলে দেখবে বিপ্লব দাড়িয়ে আছে তোমার চোখের পাতায় 


প্রকৃতি ও পুরুষ 

প্রকৃতিকে অগোছালো করতে আমি আসিনি 
শুধু উপনয়ন চেয়েছিলাম প্রতীক্ষার , তোমার জন্য 
বিষ কাধে নিয়ে বেড়ানো সাপের ছোবলে জর্জরিত স্পর্শ , এক সমাহার বিষন্নতা অলি গলি দিয়ে বেয়ে যাচ্ছে প্রত্যুত্তরের ঠিকানায় 
বিষাদে বিবর্ণ আত্মহত্যা ঢাকা দেওয়ার এত সমাগম
ঠিকানা বলে দেবে ঠিক
সাজানো অর্বুদে নিন্দুকের বিছানো মৃত্যু অপেরা ।

দ্রাঘিমা বরাবর রক্তদোষ

একটি মিলনের আদরে পড়ে থাকা রোদ্দুর 
একটি নিভে যাওয়া সভ্যতার বুকে সমৃদ্ধির আলাপন সেরে 
নোনা জলের ক্ষেতে রাগ করা আশ্বিনে
কুমারীর নিশাচর স্বপ্ন বলিদান ।
শৃঙ্গ রসের মোহনায় বজ্র নিনাদের আভা দেখা যাচ্ছে ক্রীতদাসের অনুষ্টুপ আলজিভে 
এখনো না জেগে থাকলে জাগো প্রহরী 
ঐ দেখো কারা আসছে কনিষ্কের কাটা মাথা পড়ে ।

 বেঁচে থাকা শুধু মৃত্যুর ভয়ে

অমীমাংসিত ছায়াপথ বরাবর হেঁটে যাই 
গোপন কান্ডারীর আবেশে
এক শলাই আলোয় গোটা বৃত্ত মোহময় 
সৃষ্টি যতটা শীর্ণ হয় নারীর  উদ্দেশ্যে ।

শোকজরে বিমোহিত পর্ণমোচী
যারা ভালোবেসেছিল শুধু আবেগের আশ্রয়ে
আজও কি বাতাস তাদের নিভৃতে বলে যায় -
বেঁচে থাকা শুধু মৃত্যুর ভয়ে ।


No comments:

Post a Comment