Sunday 10 May 2020

শোভন মণ্ডল

মল্ল সাহিত্য ই-পত্রিকা , ২-য় বর্ষ 
১৩১-৩ম প্রয়াস



ঈশ্বর  শোভন মণ্ডল
অনুভূতির ছোঁয়ায় লঘু হয়ে আসে মন

সে এক অন্য যাপন
জানি না,  এর কোন অর্থ আমাকে জাগিয়ে রেখেছে কিনা
ঈশ্বর যেভাবে নেমে এসেছেন,  হয়তো
নাগাল পাইনি তাকে কখনও
শুধু ওই যে মন্দিরের পাশ দিয়ে যাওয়ার সময়
যে ছেলেটাকে দেখেছি
সারাদিন ঘেমে-নেয়ে রোদ্দুরে পুড়ে মালার পসরা নিয়ে বসে
বিশ্বাস করো,  ওর জন্য
                 শুধু ওর জন্যই  আজ আমি আস্তিক

No comments:

Post a Comment