মল্ল সাহিত্য ই-পত্রিকা , ২-য় বর্ষ
১৩৫-তম প্রয়াস
১৩৫-তম প্রয়াস
জাদুভ্রমণ অর্ঘ্য কমল পাত্র
নৌকার পালে হাওয়া লেগে
ভেসে যায় ক্লিপবিহীন চুল।
ডাবের জলে
সী-বীচের মাঝে ঝিনুক কুড়োয়
আমাদের সংসারচিন্তা।
পাহাড়ের দিকে তাকিয়ে
বাষ্পীভবন ক্রমশ বেড়ে যায়
সুরেলা হাওয়ায়
শোনা যায় বিমানযাত্রার শব্দ।
এভাবেই খোলাচুলের মাঝে
আমার রোদচশমায় আটকে থাকে এসব
No comments:
Post a Comment