মল্ল সাহিত্য ই-পত্রিকা , ২-য় বর্ষ
রবি ছায়ায় কবিতা ২০২০
রবি ছায়ায় কবিতা ২০২০
আমার সোনার হরিণ চাই রথীন বন্দোপাধ্যায়
অনেক কিছুই তো চাই
লকডাউনের জন্য আই.ফোনটা না-চাওয়াই রয়ে গেল
মেয়ে আজ গুনগুন করে গাইছিল
"তোরা পাবার জিনিস হাটে কিনিস...."
কীভাবে যেন পৌঁছে গেলাম "চাই" থেকে "চাই না"-তে
কত সহজে চারকোণা গেরস্থালি থেকে আলোতে
আকাশে মূর্ত থেকে বিমূর্তে আমার মুক্তি আর তো
কোনও স্পেস নেই দাঁড়াবার মত
তবুও তো মানুষ আমি সোনার হরিণের পেছনে ছুটব
নিরাসক্ত "পাই বা না পাই" আপন মনে উধাও তো হতে পারি
আছে মাঠ বন
প্রিয় আই.ফোন
আজ শিখে গেছি মৃত্যু শোক এসবের পরেও জেগে থাকে এক অনাদি অনন্ত
উত্তরণ
No comments:
Post a Comment