Friday 8 May 2020

আফজল আলি

মল্ল সাহিত্য ই-পত্রিকা , ২-য় বর্ষ 
রবি ছায়ায় কবিতা ২০২০

পঁচিশে বৈশাখ  আফজল আলি 

দুপুর ঘুমের দিকে স্বপ্নে রবীন্দ্রনাথ 
ঘরের পর্দা আলোর কুয়াশা ওড়ে একসাথ 
কল্পনায় তাঁকে টেনে নিয়ে গেল
ওখানে তাঁহার ছবি টাঙানো হল 
মনের গোপনে নৌকা আসে শব্দ ছপছপ
দূরে ওই বেঁকে গেছে চয়নিকা মিটশপ

ভাবছি নাকি কোলাহলের ভিন্ন এক দিক
নাকি শাটার বন্ধ করে ভিখারির পিকনিক 
আকাশের পাখিগুলো রুমালের মতো 
কাঁদছে মানুষ ? আরে ধুস , ওগুলো সুতো
কান্না ভেবে ওরা ছেঁড়ারুটি খেলো
কী বলছো ! গতকাল যে ঘোষণা দিলো

এখনো রবীন্দ্রনাথ পাহারা দেন মন
তাঁকে যত বলি সে যে মানে না বারণ 

দেওয়াল ঘড়িটা হাঁপানির রুগি 
কাশে মাঝে মাঝে 
বিকেলে ধুয়ে দেব ছায়াময় ব্যাধি 
বিবর্ণ কাজে
হোক না সমুদ্র আঘাত, সইতে তো হবে
ফেলে আসা ফাল্গুন, ওহ্ হো, কাঁদে অসম্ভবে

কারা যেন কাটা গেল ছড়ানো ছিটানো হাত 
তাজা জনগণ হাঁটছিল এই , এই মরে কাত 
হা হা হা হো হো হো হি হি হি 
কে করিবে বিচার কে ঢালিবে ঘি

No comments:

Post a Comment