Friday 8 May 2020

হরিৎ বন্দ্যোপাধ্যায়

মল্ল সাহিত্য ই-পত্রিকা , ২-য় বর্ষ 
রবি ছায়ায় কবিতা ২০২০

দাদুর কথা   হরিৎ বন্দ্যোপাধ্যায়

নদীকে ডেকে এনেছিল বাড়ির উঠোনে 
বাড়ির বউদের বলেছিল আকাশ আজ আমাদের 
পাঁচমহলার সম্মানীয় অতিথি
তোমরা সবাই চারপাশে ঘিরে দাঁড়াও 
শিখে নাও হাতে হাত রেখে পা দুটো কিভাবে
মাটির কাছে বন্ধুর মতো লেগে থাকবে
মাথায় ঠিক কতখানি বোঝা চাপালে
সর্বক্ষণ আকাশের জানলায় চোখ রাখা যায়
থালার ভাতে ডাল চাপিয়ে দাও
মায়ের জন্য রাখা তলানি ভাতগুলো
আর গোটা হাঁড়িটা দুয়ারে এনে বসাও 
শিখে নাও মানুষের সংসারে লেগে লেগে থাকতে গেলে 
ভাত ভাগের অনুপাত আর ডাল তরকারি
কাদের ঠিক কতটুকু করে খেতে হয় --------
জন্মদিনে আমার দাদুর কথা খুব মনে পড়ে


No comments:

Post a Comment