মল্ল সাহিত্য ই-পত্রিকা , ২-য় বর্ষ
১৩৯-তম প্রয়াস
১৩৯-তম প্রয়াস
নীল রঙের সন্ধ্যে
সন্ধ্যা তখন নামছে সবে,আঁধার করে রাস্তাঘাট ।
লিটমাসের নেশা লাগিয়ে চোখে আরোহী পেরোয় ফুটপাত
চৌমাথার সেই রেস্তরাঁ টা দাঁড়ি য়ে আছে জ্বালিয়ে আলো,
মুখোমুখি বসা মানুষেরা ঝিমোনো সময় কাটিয়ে গেলো;
দিব্যি আজ মিথ্যে ভীষণ,মুখোশ পরা সভ্যতাতে;ডিপ্রেশনে আবদ্ধ এ মন
আটকে আছে কফির কাপে,
তোমার ঠোঁটের আদ্র চুমু,উষ্ণ ছোঁয়া শিরদাঁড়া তে।
এসব ভেবেই সন্ধ্যা খরচ শেষ চুমুক তাই জলের গ্লাসে;
চিনতে এখোনো ভুল হয়ে যায় মুখ মুখোশের হিসেবে খাতে।
টুকরো হওয়া লেখা
মানুষের পায়ের নীচে মরে যাচ্ছে পিঁপড়ে
দাম্ভিক পায়ের কি প্রয়োজন নীচের দিকে দেখার,
সে শুধু জানল ধ্বংসের বানান
সৃষ্টি চিরকাল নিখুঁত যেমন করে রং দেন বিধাতা
পৃথিবীর ক্যানভাসে, বিধবা রঙের চাঁদে
আলোর ধারা স্নানে চকচকে হয়ে ওঠে মানুষের মাথা।
যেখানে চলতে থাকে নানা ষড়যন্ত্রের বিক্রিয়া,
উৎপন্ন করে আধুনিক হত্যার সূত্র
মানুষ আজও শেখেনি প্রান প্রতিষ্ঠার শীল্প ।
অনিশ্চয়তা
হাওয়ায় ভাসে খবর বিচার হয়না সত্যতা,
হাতে তুলে নাও অস্ত্র সহিষ্ণুতা তোমার পথ না,
রাতের খাবারে ছিল রুটি আর বাঁটি ভরতি রক্ত;
প্রতিশোধর তামাটে আগুনে ঝলসে তোমার চোয়াল হল শক্ত,
জীবনের গ্রাফ স্বীকার করেছে বশ্যতা
চকচকে প্রতিশোধ বালিশে শোয়ানো।
তুমি মৃত্যুদূত ফেরা করো অস্ত্র সামগ্রী
তোমার মুখ আদতে শাইলকের প্রতিচ্ছবি ।
No comments:
Post a Comment