Thursday, 14 May 2020

সোনালী মণ্ডল আইচ

মল্ল সাহিত্য ই-পত্রিকা , ২-য় বর্ষ 
১৩৫-তম প্রয়াস

বিজ্ঞান আরো বেশি কিছু  সোনালী মণ্ডল আইচ  

শান্তি সমাবেশের ধাক্কায়
সবাই সবাইকে ছুঁয়ে দিল

দর্শকরা জানতে চায়
কোথায় কুমির? কোথায় জল ?

অথচ শিশুরাও এই খেলায় ভয় পায়
সময় তো সময়ের সন্ধিক্ষণ আঁকে

খুব চেষ্টা করেও তোমরা প্রতিবার হেরে যাও
বিজ্ঞান বিশ্বাসী কিছু মানুষ হারতে নারাজ 

চাঁদ নিয়ে পর্যন্ত তর্ক
সেখানে মামা না থাক আদর না থাক

গানটা তবে কেন গাইছ ?
চাঁদের কপালে চাঁদের টিপ আজও সুরে স্নেহে

ব্যক্তিগত বিশ্বাসে চাঁদের জমি না কিনে রাখ
দু'নৌকায় পা দিয়ে শূন্যে আছড়ে পড়ো না

মানো আর না মানো আমরাই দায়ী
পথঘাট মৃত্যু আর ওই জ্বলন্ত চুল্লি সাক্ষী ...


কদুলকাঁটা

উপর চালাকি শব্দগুলো বাদ দিলে
আমার নিঃস্ব ঝুলিতে পড়ে থাকে
তাদের ফেলে যাওয়া অপূর্ব বেহাগ

একটা ভাঙা সেতু যার ওপার নেই
কাঙ্ক্ষিত বর্ষণের স্বতঃস্ফূর্ততায় একতারা

গতিশীল নতুন গানের তীব্র হুইসেলে
স্টেশনে কু-ঝিক-ঝিক অনুষঙ্গের প্রতিধ্বনি 
কারো কথা কেউ শুনতে পেল না...


ঠিকানায় নেই

আশেপাশে মাথা গোঁজার শব্দ হচ্ছে
এক সাময়িক বিরতি

ক্যাকটাসে ঘেরা এখানে একটা উপত্যকা
একটু এগিয়ে জলাভূমি

ছোটনদীর স্বচ্ছ জল ঠিক তোমার চোখ
চারপাশে গরম বাতাস

আর কবোষ্ণ ছায়া ছায়া রোমাঞ্চকর
বন্ধুত্বপূর্ণ ব্যস্ত কথাবার্তা 

তুমিও শোনো এই অবসরের দীর্ঘশ্বাস
নিঃশ্বাসেরও শব্দ পাবে

আমি তো ফিরে যাইনি যেতে পারিনি
সূর্যের গনগনে তাপে বয়স বাড়ছে

কেউ ফিরিয়ে নেবে না আমাদের যে
পথ নেই ঘোড়ার বলগা ছেড়ে

এখনও দাঁড়িয়ে সঠিক সময়ের
পথ চেয়ে, এরপরও হারানোর সম্ভাবনা থাকে...


গোষ্ঠীদ্বন্দ্ব

তুমি যদি পারো ইচ্ছে হলে
দূরে গিয়ে হারো হারাও

যেভাবে জিতেছিল হেসে 
খেলে সুরে কষ্ট লুকিয়ে গান

যতবার ডেকে যাও 
তার প্রতিধ্বনি বেজে যায়

দুঃখ যত মুছতে চাও
আলগোছে গড়িয়ে নামে 

রেখেছি তৃতীয়বারের জন্য
আঁচল শুকিয়ে যদি আসো ...


মানসিক অবস্থা যাই হোক

 রাতজাগা রোগ বেড়েছে
 পাশ কটিয়ে এলাম গেলাম
   
অনেকক্ষণ একা বসে তুমিও
পাটিগণিতের খাতায় লাল পেন্সিল

দীর্ঘশ্বাস ক্লান্তি ডাকে
একাই সন্ধা আসে 

পাখিরা ফিরল কিনা জানো
ডাকছেনা কুকুর বিড়াল

তুলসিতলা ভেজে না
আল্পনা দেওয়া দেয়াল সাক্ষী

ভক্তি ভয় অবিশ্বাস
দীর্ঘদিনের একরোখা রোখ

এ ব্যাপারে প্রত্যেকেই
প্রত্যেকের কার্বনকপি, বিস্ময় !

রাগ না করে উপায়
কচুপাতা হও ভিজবেনা

 শারীরিক অবস্থায় বর্ণমালা
 অভিধান বদলায় নবরূপে

মগ্ন ও নগ্ন রূপসজ্জায়
আয়না বিশ্রাম নেয়

রাতের দ্রৌপদী নিশ্চিন্ত
তবে গল্প শুনতে রেড লাইট জ্বলে...


No comments:

Post a Comment