মল্ল সাহিত্য ই-পত্রিকা , ২-য় বর্ষ
রবি ছায়ায় কবিতা ২০২০
রবীন্দ্রনাথ ও শানিনিকেতন মন্দিরা ঘোষ
আজও শান্তিনিকেতন মানেই চিরবসন্তের ডাক
ফুলে ফুলে ছুঁয়ে আছে গীতবিতান
অমলতাসের আন্তরিকতা নিয়ে
শান্ত কোপাইয়ের তিরতিরে বুক
,
গোলাপি ওড়নার দল শালবীথি দেহলি ছাড়িয়ে
সোনাঝুরির দিকে উড়ে গেলে
সমস্ত মেঘ লাল হয়ে যায়
চোখের সামনে ভাসে টুকরো টুকরো ছবি
উদয়নের গায়ে শরতের সোনার আলো
উদীচীর ঢাকা বারান্দায় বসে আছেন গুরুদেব
আলো আঁধারের খেলায় আরো অপার্থিব সেই মুখ
বিস্মিত গুরুদেব রাণীকে এই সোনার আলোর যাদু
দেখিয়ে বললেন, দ্যাখ মনটা কেমন খুশি হয়ে উঠছে,
প্রাণে কেমন আনন্দের জোয়ার!
আজ পুনশ্চর খোলা বারান্দায় দাঁড়িয়ে থাকে
সেই আলোর শূন্যতা
ইউক্যালিপটাসের থোকা থোকা ফুলের অপেক্ষায়
লাল ধুলোর আশ্রম পেতে রাখে নম্র আলোর রোদ
মনখারাপ লেগে থাকে চুপকথার গায়ে
উদীচীর বুকে মাথা রেখে আজও ঘুমায় চাঁদ
ছাতিমের অন্ধকার ফুঁড়ে
আন্তরিক কথারা উঠে বসে কথার মৃতদেহ থেকে
আজও সেজে ওঠা পঁচিশে বৈশাখ
শান্তি খোঁজে তোমার অক্ষর শরীরে
রবি ছায়ায় কবিতা ২০২০
আজও শান্তিনিকেতন মানেই চিরবসন্তের ডাক
ফুলে ফুলে ছুঁয়ে আছে গীতবিতান
অমলতাসের আন্তরিকতা নিয়ে
শান্ত কোপাইয়ের তিরতিরে বুক
,
গোলাপি ওড়নার দল শালবীথি দেহলি ছাড়িয়ে
সোনাঝুরির দিকে উড়ে গেলে
সমস্ত মেঘ লাল হয়ে যায়
চোখের সামনে ভাসে টুকরো টুকরো ছবি
উদয়নের গায়ে শরতের সোনার আলো
উদীচীর ঢাকা বারান্দায় বসে আছেন গুরুদেব
আলো আঁধারের খেলায় আরো অপার্থিব সেই মুখ
বিস্মিত গুরুদেব রাণীকে এই সোনার আলোর যাদু
দেখিয়ে বললেন, দ্যাখ মনটা কেমন খুশি হয়ে উঠছে,
প্রাণে কেমন আনন্দের জোয়ার!
আজ পুনশ্চর খোলা বারান্দায় দাঁড়িয়ে থাকে
সেই আলোর শূন্যতা
ইউক্যালিপটাসের থোকা থোকা ফুলের অপেক্ষায়
লাল ধুলোর আশ্রম পেতে রাখে নম্র আলোর রোদ
মনখারাপ লেগে থাকে চুপকথার গায়ে
উদীচীর বুকে মাথা রেখে আজও ঘুমায় চাঁদ
ছাতিমের অন্ধকার ফুঁড়ে
আন্তরিক কথারা উঠে বসে কথার মৃতদেহ থেকে
আজও সেজে ওঠা পঁচিশে বৈশাখ
শান্তি খোঁজে তোমার অক্ষর শরীরে
No comments:
Post a Comment