Friday, 8 May 2020

অনামিকা নন্দী

মল্ল সাহিত্য ই-পত্রিকা , ২-য় বর্ষ 
রবি ছায়ায় কবিতা ২০২০

কবির বাড়ি    অনামিকা নন্দী

ট্রেন ছুটেছে হু হু করে ছুটছে আমার মন
​সেইখানেতে কবির বাড়ি , যাব কতক্ষণ!
​গেরুয়া মাটির পথে ঘাটে কবির রাঙা পা
​পলাশ শিমূল আজ ডেকেছে ও মন ছুটে যা৷

​ওই যে দূরে ওই দেখা যায় ভুবন ডাঙার মাঠ
​আঁকাবাঁকা কোপাই নদী"বৌ ঠাকুরানীর হাট"
​বসব গিয়ে ছাতিম তলায় ছায়ার লুকোচুরি
​পাবো কি খুঁজে তোমায় কবি! মন গিয়েছে
​ চুরি৷

​কেমন করে লিখতে তুমি এমন কাব্য গান
​উদাস মনে চেয়ে চেয়ে দিনের অবসান ৷
​পৌঁছে যাব গোয়ালপাড়া,খোয়াই বাড়ায় হাত
​তোমার গানে তোমার ভাষায় মুক্তির আস্বাদ৷

​যাচ্ছি সেথায় যাচ্ছি কবি "চৈত্রের শালবনে"
​তোমায় নিয়ে ফিরবো আমার অনুভবে,মনে...















No comments:

Post a Comment