Friday 8 May 2020

মীরা মুখোপাধ্যায়

মল্ল সাহিত্য ই-পত্রিকা , ২-য় বর্ষ 
রবি ছায়ায় কবিতা ২০২০


বিষাদ ছোঁয়া একটি দিন  মীরা মুখোপাধ্যায়

এমন হতাশ একটি  পঁচিশে বৈশাখ
আমরা দেখিনি কেউ
ডাকঘর  নাটকের জন্য সুধা  সাজবেনা দীপা,
তার ফুলের সাজিতে ভরা সাবান ও স্যনিটাইজার

কোয়ারেন্টাইন পর্ব শেষ হলে
অমল কি আশা করবে পাঁচমুড়ো পাহাড়ের নিচে 
শ্যামলী নদীর ধারে.....

আমরা জানিনা কেউ সামনের পঁচিশে বৈশাখে
জগতের আনন্দযজ্ঞে নিমন্ত্রণ  পাবো কি পাবোনা

পঁচিশে বৈশাখ  ঠাঠা রোদে একা দাঁড়িয়ে  আছে,
মালা ফুল চুয়া ও চন্দন কেউ আনবেনা জেনে
বাতাসই  উড়িয়ে  আনছে হৃতপ্রায় বসন্তের 
সবটুকু প্রেম ও হুতাশ জন্মদিনের জন্য 

No comments:

Post a Comment