Monday 18 May 2020

হরিৎ বন্দ্যোপাধ্যায়

মল্ল সাহিত্য ই-পত্রিকা , ২-য় বর্ষ 
 ১৩৯-তম প্রয়াস


পাখি রঙের আকাশ  ------ ৭৩

নিশ্চয়ই তোমাকে পাওয়ার ইচ্ছে ছিল। তা না হলে ওই ভাবে বাড়ি বাড়ি খুঁজবো কেন ! প্রায় প্রতিটা বাড়ির ছাদ বারান্দায় তোমাকে খুঁজতাম। তারপর একদিন খুঁজতে খুঁজতে নদীর পাড়ায় এসে হাজির। দেখি তুমি হেঁটে চলে বেড়াচ্ছ। কোথায় তোমার বাড়ি ! ক্লান্ত হয়ে বাড়ি ফিরে ঘুমিয়ে পড়ি। মাঝরাতে ঘুম ভাঙতে বারান্দায় এসে দাঁড়াই। মন একটু নড়ে উঠতেই কত কত তুমি। কিন্তু এ তো আরও গভীর। এখন মনে হয় তোমাকে দেখতে পাচ্ছি এটাই তো অনেক !






No comments:

Post a Comment