Friday 15 May 2020

দেবযানী ভট্টাচার্য

মল্ল সাহিত্য ই-পত্রিকা , ২-য় বর্ষ
১৩৬-তম প্রয়াস



সমুদ্র   দেবযানী ভট্টাচার্য  

তীরের প্রতি কি প্রচন্ড ক্রোধ!
পূর্বমুখী স্রোত বারংবার আঘাত হানে পশ্চিম দিগন্তে,বেলাভূমি জুড়ে
সতর্কতা,প্রহরী বিহীন নির্জনতায় রেখেছি হৃদয়

কম্পন তোলা শিহরণ ছুঁয়ে যায় ওই অরণ্যের আদিমতা,নির্ঘুম কলরব ,
আত্ম নিবেদন শিকড়ের কাছে,রাত গভীর হলে আরণ্যক অভিসারে আঙুলে ছুঁয়ে যায়
                 
আকুতি

যদি বুঝে থাকো তবে একবার ধরা দাও এই শূন্যতার মাঝে,পাথরচাপা
দীর্ঘশ্বাস বয়ে বেড়াই প্রতিনিয়ত! এক একটা দুঃখের দিকে তাকিয়ে থাকি,
এক একটি বিরহ পুড়িয়েছে যতটা,আগুন কি তার চেয়ে বেশি দাহ্য?
তবু ফিরতে চাই প্রেমের কাছে,
 ভালোবাসার মতো দুঃখ আর কে দিতে পারে?
জীবন এক দুঃখ বিলাস।
                       
বহমান জীবন

আসলে কিছুটা দুঃখ আমরা সকলেই বয়ে বেড়াই,হরপা বানের স্রোতে ভেসে
যেতে যেতে একটা অবলম্বন খুঁজে নি, জড়িয়ে ধরি পরম মমতায়,
বিকলাঙ্গ দুঃখরা অবলম্বন পেয়ে বিক্ষিপ্ত পায়ে দু চার পা হাঁটতে শেখে,
ভ্রম করে সুখ ভেবে,ত্রিশঙ্কু অবস্থায় ঝুলিয়ে দিয়ে সুখ অচিরেই পলায়ন করে,
দুঃখরা গাঢ় হতে হতে অবস্থান করে নিল নির্জনে


No comments:

Post a Comment