Friday, 15 May 2020

তিসা মন্ডল

মল্ল সাহিত্য ই-পত্রিকা , ২-য় বর্ষ 
১৩৬-তম প্রয়াস


মৃত নালিশ    তিসা মন্ডল 

মৃত সরগম-এর নালিশে
এক সমুদ্র সূর্যের সংকেত যখন বিদিশায় স্লিপ কাটে
অভিনয়ের স্বভাবে,
কালচে দোপটী ফুল ব্যথায়।
আকাশের ছাঁদ ক্ষয়ে পড়ে
কৃত্রিম কোজাগরী চাঁদ , গোড়ালির কাছে থেকে মাটি ছিনিয়ে নেয়
অছ্যুৎ শ্রাবন প্রত্যেক নিসৃত বাড়ির বারি ছুঁয়ে যায়।
যে সম্পর্কের নামেই শুধু গড়ে ওঠা,  তার স্মৃতি টুকুন ও তাজা নয়।
স্মৃতি নেশায় ছোঁয়ায় পদার্থ
তখন মৃত চরিত্র।
আঁচের তাপ,  অনুভব  ঠাঁই পায় না।


সানসেট 

একাকী সানসেট হওয়ার সময় বিকেলের রোমে কিউটিকলের পরদ ঢ'লে পড়ে
অপ্রেম ছেটানো লাইটের আলোর কাছে প্রেমকাব্য বোরিং চ্যাপ্টারের সমান হয়ে দাঁড়ায়
লিকার চায়ে এক চুমুক আলস্যতা ; তাই সুগারের  মাত্রা কাটিয়ে উঠতে পারিনি কত সুধ..  কত হপ্তা..
ঝিমনো আদিম আদালত আর ঝিমকানি দেওয়া মধ্য যুগের সমাজ আর ঝাকানাকা করা তোতাপাখিগুলো সেই ভবঘুরে ঘুরে ঘুরেই তো উড়ে যাবে পেঁচা... !
জন্ম পুঁজি পাঁচালী আর দারস্থ হইনা কত মূর্তির সিংহাসনের কাছে কিন্তু সে কই?

ধূপ কাঠী গন্ধ শুকে বলে দেয়, কোনকালেই না সে সিংহাসনচ্যুত হয়ে গেছে।
তাও পুরনো আভিজাত্য পুরুষ, আহ্নিক গতি গলে গলে পড়ে নদীবক্ষ জুড়ে ছোঁয়াছে  সানসেটের আস্তানায়, ইতিকথায়।


আলাপ পর্ব

ঘনঘন নীল - সাদা আলোক রেখা দপদপিয়ে চলে যাচ্ছে স্ক্রিনের ওদিক থেকে এদিকে
আমাদের পৃথিবী আলাদা বদলে যাবে।
তবুও চাঁদ সূর্য নিজেদের আলো আঁধারির লুকোচুরি খেলা খেলতে ব্যাস্ত
অস্পষ্ট চোখে দেখতে পাই ঝাপসা , নিভু নিভু চোখের পাতায় অন্ধবিন্দু বংশবিস্তার করে চলেছে রেটিনাতে
স্বপ্নজগতের সফর করালো ফুপিয়ে ওঠা নিশ্বাস, নালিপথ অতিক্রম করে অসমতল শরীরের
শিরা উপশিরার কেন্দ্রীয় আকর্ষিত ফোয়ারার পানি তোমার দিকে খিঁচে নিয়ে যায়, অলিখিত চুক্তিপত্রকে।
নোনাপানির ফোঁটা তোমার ধকধকানো আগুন পাখির ছটফটানি
সঘন গহন গহ্বর থেকে, অনুষঙ্গ আর চামড়ার দেয়ালে গলনাঙ্ক তরলের জমাট
চুইয়ে পরে, উরুতে কম্পিত ঘোর বিস্মৃতি
কলজের দরজায় আঘাত করে
অজানা অতিথিকে আপন বানায় ক্ষণিক ডাকের নিবিড় আলাপে।

No comments:

Post a Comment