Thursday 14 May 2020

হরিৎ বন্দ্যোপাধ্যায়

মল্ল সাহিত্য ই-পত্রিকা , ২-য় বর্ষ 
১৩৫-তম প্রয়াস


পাখি রঙের আকাশ  ------- ৭১  হরিৎ বন্দ্যোপাধ্যায়

শ্যাওলা পড়ে যাওয়া গল্পগুলো নদীর ধারে শুয়ে থাক। ওদেরকে আর কোথায় ডেকে আনব বলো ! বলেছিলাম পৃথিবীর সব মাটি মাড়িয়ে আমরা ঘুরে যাব সারাটা দিন। কতটুকু পেরেছি ? গল্পগুলোকে তো আমরাই ডেকে এনেছিলাম। তখন কত ছোট ছোট ছিল মনে করে দেখ। বলেছিলাম আমরাই আমাদের প্রয়োজন মতো বাড়িয়ে নেব গল্প। হাতে নিয়েছিলাম ঠিকই কিন্তু একদিনের জন্যেও বাড়াবার প্রয়োজন পর্যন্ত মনে করি নি। গল্প যে বাড়াতে হয় তাই-ই স্বীকার করি নি। খোলা আকাশের নিচে পড়ে থাকতে থাকতে আমাদের চোখের সামনে গল্পগুলো শ্যাওলা পড়ে গেল। আজ আবার তাকে নাড়ছো কেন ? তার চেয়ে থাক না ওরা ওদের মতো করে। কারও নজরে নিশ্চয়ই আসবে। কারও কারও মনে হতেই পারে খুব চেনা চেনা গল্প। কুড়িয়ে নিয়ে নিজের মতো করে বাড়িয়ে নেবে।



No comments:

Post a Comment