Tuesday, 12 May 2020

হরিৎ বন্দ্যোপাধ্যায়

মল্ল সাহিত্য ই-পত্রিকা , ২-য় বর্ষ 
১৩৩-তম প্রয়াস


পাখি রঙের আকাশ  ------ ৬৯  হরিৎ বন্দ্যোপাধ্যায়

দু'হাত বাড়িয়ে সবকিছু নাও। কোনো দিকে তাকিয়ে দেখো না। কেউ তোমাকে দেখছে না। তোমার যতখুশি নাও। তবুও ফিরে আসবার পথে তুমি এলোমেলো। এবার বলো আর কাকে তুমি নেবে ? অবাক হয়ে আমার দিকে তাকিয়ে আছো। কেন ? যার চাহিদা তার মুখে তো খই ফুটবে। কিন্তু তুমি এখনও চুপ। যদিও ভেতরে তোমার জলোচ্ছ্বাস। কি নিয়েছ তাও তুমি জানো না। আরও কি নেবে তাও এখনও স্থির হয় নি। অথচ তোমার দু'হাত ভর্তি।


No comments:

Post a Comment