Friday 8 May 2020

সমর সুর

মল্ল সাহিত্য ই-পত্রিকা , ২-য় বর্ষ 
রবি ছায়ায় কবিতা ২০২০


বাল্মিকী  সমর সুর

এখানে সন্ধ্যা নামলে কৃষ্ণচূড়াকে ছাতিমগাছ মনে হয় 
দেখি বসে আছেন বাল্মিকী আর তার দীর্ঘ ছায়া ছড়িয়ে পড়েছে আমার উঠোন জুড়ে।
স্বভাবসিদ্ধ ভাবে বৃষ্টি নামে তৎসহ বজ্রবিদ্যুৎ 
যে মেয়েটি রোজ শোনে চটুল হিন্দি গান
আজ তার হলো কি 
সেকি তবে ভালবাসতে শিখেছে 
একের পর পর গেয়ে যায় রবীন্দ্রনাথ।
গীতবিতানের পাতা থেকে ঝরে পড়ে অক্ষরমালা
প্রেম ও পূজা অধরা মাধুরী।
কি জানি কেন মনে হয় পাশের বাড়িটিও প্রিয় বৈতালিক।
তোমার দীর্ঘ  ছায়া যেন এশহর শান্তিনিকেতন।

No comments:

Post a Comment