Sunday 3 May 2020

অনামিকা নন্দী

মল্ল সাহিত্য ই-পত্রিকা , ২-য় বর্ষ










 অনামিকা নন্দী

বাঁচিয়ে রাখি তোমায়
​               
​এই যে আমার দেশ দেশের মাটি সবই আছে
​অথচ,একটা নেই চেপে ধরে বুকের বাঁ দিকে
​অনুকরনের ঘৃণ্য প্রচেষ্টায় মাথা নিচু হয়
​"মাতৃভাষা"তোমার কাছে ৷
​নিজেকে সাগর ভেবে গর্ব ক'রে , ইচ্ছে মতো
​ছুঁড়ে ফেলে "তোমায়" নিষিদ্ধ বালুচরে ৷

​তোমার আঙুল বেয়ে গড়িয়ে নামে অবহেলার যন্রনা,লাশকাটা ঘরে নির্বাক পড়ে থাকে তোমার শতচ্ছিন্ন অবয়ব ৷
​পোড়াগন্ধের আঁচ অনুভব করি ,ফুসফুসে জমা হয় তোমার সমস্ত গ্লানি --অভিমান
​মনের মাঝে সন্ধ্য্যাপ্রদীপ জ্বেলে তোমায় বাঁচিয়ে রাখি প্রতিদিন ৷ 


No comments:

Post a Comment