Friday 8 May 2020

কেয়া চক্রবর্তী

মল্ল সাহিত্য ই-পত্রিকা , ২-য় বর্ষ 
রবি ছায়ায় কবিতা ২০২০

স্মরণে রবীন্দ্রনাথ  কেয়া চক্রবর্তী

তুমি আমাদের প্রাণের কবি, অমূল্য রতন,
তাই তো তোমায় নিয়ে কিছু কথা লিখতে চাইছে যে আমার মন। 
আমাদের সুখ ও দুঃখের প্রতিটি মুহুর্তের "যোগাযোগ" অতি নিবিড়,
"কালান্তর" এর সীমানা পেরিয়ে এই বন্ধন সুদৃঢ়।।
"ঘরে - বাইরে" আজও তুমি সমান সমাদৃত,
"মহুয়া" র গন্ধে মাতাল হয়ে হই আমোদিত।।
"আষাঢ়ে গল্প" ভেবো না সবাই বলছি মনের কথা,
আমার মনের "মালঞ্চ" তোমার সুরভিতে মাখা।।
তোমার লেখা " সহজ পাঠ" পড়েই শিক্ষা শুরু,
"শিশু", "কথা ও কাহিনী" ও "সঞ্চয়িতা" দিয়েই আমার চেনা তোমায় কবিগুরু।।
"পূজারিনী" র মতোই করি তোমার বন্দনা,
"রাজর্ষি" রূপে দেখি সেতো নয় মোর "কল্পনা"।।
তোমার গান ও কবিতাই আমার চলার পাথেয়,
যা করেছে তোমাকে চিরস্মরণীয় ও অজেয়।

"পুনশ্চ" বলতে চাই, তুমি এ যুগের শ্রেষ্ঠ কবি "ভগ্ন হৃদয়" এ তোমায় প্রণমি বিশ্বকবি।।

No comments:

Post a Comment