Friday, 1 May 2020

বিশ্বজিৎ দাস

মল্ল সাহিত্য ই-পত্রিকা , ২-য় বর্ষ










বিশ্বজিৎ দাস

ক্ষত চিনে নেওয়া একটি সূত্র

১.
সাড়ে তিন হাতের একটি সূত্র ধরে
মরমিয়া হতে হতে রাখুন
ঘুমন্ত অপেক্ষা...

গুগলের মতো সার্থক দেহ
সমগ্র সার্কুলেশন ভেঙে
এখনো অংশিদারিত্ব খোঁজে পুষ্টি প্রশ্বাসের!

২.
এখানে ঝুরো মাটি, এখানে সন্দেহ জলের
উঁকিঝুঁকি। তাপপরিতাপের ভিতরে
হৃদয়ের প্রণত কোলাজ...

বলি কি আপনাকে
বহু উঁচু থেকে থেঁতলে পড়া জল
আসে না আপনার অপার্থিব বাতাসে...

৩.
সঙ্গীহীন এই একলা শুয়ে শুয়ে
মেরুদণ্ডী হলেও সাপের মতই
নিশ্চিত এবং সম্ভাব্য প্রেম জাগে অনুপুঙ্খ জ্বরে...

তবু ওইখানে রাতদিন
বোঝেনি আপনি
স্বপ্নগর্ভে লিখে দিন অলৌকিক জন্মান্তরবাদ...

৪.
অনেকেই আত্মস্মৃতি ভুলে
বেলোভেড নৌকায়
পাপড়ি ধরে ধরে এগোয় শাপলায়...

এই স্বীকৃত কথা
চা পানের বিরতিতে
রেখে চলে যান অমীমাংসিত ঘরখানি...

৫.
নিজের আদলে যে
আয়না নেভানো আলোয়
ফেলে গেলেন; সেও কি মিথ্যে বিবৃতি?

নাকি ফলোআপ করানো
একটি নৃশংস আত্মপ্রতিকৃতি

শেষে আপনিও কি
একটি সূত্র খুঁজে ক্ষত পুষলেন মনে মনে?


4 comments:

  1. অসাধারণ সমগ্র।

    ReplyDelete
  2. দারুন, গভীর তলদেশ-

    ReplyDelete
  3. খুব সুন্দর বুনন, শুভেচ্ছা কবি।

    ReplyDelete
  4. খুব সুন্দর বুনন, শুভেচ্ছা কবি।

    ReplyDelete