Friday, 8 May 2020

ইভা দাশগুপ্ত

মল্ল সাহিত্য ই-পত্রিকা , ২-য় বর্ষ 
রবি ছায়ায় কবিতা ২০২০

মনের কাননে   ইভা দাশগুপ্ত 

এ এক অন্য সকাল 
এক অন্য আয়োজন 
এক অনন্য উচ্চারণ 
এমন সমর্পনের পৃথিবী কখনো দেখিনি 
শুনশান, নির্বাক, দূষণ মুক্ত আকাশ 
কাগজ পড়লে অস্ত্র পড়ার শব্দ !

দুর্ভেদ্য নিঃসীমতায় শুধু তুমি তুমি আর তুমি 
নিঃস্তব্ধতার প্রাচীরের আড়ালে তোমার পদধ্বনী 

ভোরের স্নাত পুষ্পমাল্যে বরণ করি তোমায় 
কোনো আড়ম্বর তুমি চাওনি কখনো 
প্রাণের মাঝে প্রাণের মিল 

এসো কবি, ভরিয়ে তোলো তোমার সুর মূর্ছনায় 
জাগাও দিগ্বিদিক আলোক মঞ্জিরায় 

ভগ্নহৃদয় উজ্জীবিত করো তোমার আশীষ বার্তায়

প্রণাম তোমায়, প্রাণের ঠাকুর, প্রণাম l

থাকো তুমি স্বপনে মমনে 
চলনে বলনে থাকো তুমি 
মনের মধ্য কাননে l

No comments:

Post a Comment