মল্ল সাহিত্য ই-পত্রিকা , ২-য় বর্ষ
হরিৎ বন্দ্যোপাধ্যায়
হরিৎ বন্দ্যোপাধ্যায়
পাখি রঙের আকাশ ------ ৬৪
তুমি যখন কথা বলছিলে তোমার ভেতর থেকে একটা নদী বেরিয়ে আসতে দেখলাম। কত জল ! একেবারে গলা পর্যন্ত। টলটল করছে। বোঝাই যায় নি তোমার ভেতর আস্ত একটা নদী আছে। কিছু কিছু জায়গায় পানা, জলের ওপর তাদের ফুল ফুটে আছে। ছুটতে ছুটতেও তুমি তাদের কত সুন্দর করে আগলে রেখেছ। সারা দিনরাত তুমি আকাশের দিকে মুখ করে থাকো। বুঝতে পারি তুমিও তোমার দরজা হাট করে খুলে দিতে চাও। আমি বললাম, তোমার মতো এইভাবে কে পায়ে পা মিলিয়েছে। তোমার সে কি আনন্দ। কেউ জানেই না তুমি কত অল্পে খুশি। আসলে কেউ তোমার দিকগুলোকে চেনায় নি। আমি এখনও তোমাকে নাচতে দেখছি।
No comments:
Post a Comment