Friday, 8 May 2020

সোমনাথ বেনিয়া

মল্ল সাহিত্য ই-পত্রিকা , ২-য় বর্ষ 
রবি ছায়ায় কবিতা ২০২০

সাঁঝতারা   সোমনাথ বেনিয়া

যে আলো অক্ষর থেকে আসে, পুনশ্চ গান
উচ্ছ্বল তরঙ্গে অনুমোদন
ডুবে যাই অতল মায়ায়, কী সম্মোহন
সুর ধরে দিগন্তের কাছে রাখি ধূসর ব‍্যাকুলতা,
মেঘলা মনের গুপ্তকথা ...
প্রয়োজনের কাছে দাঁড়ায় স্নিগ্ধ নিশ্বাস!
শত ভুল অন্তরের স্ব-ইচ্ছায় চূর্ণ
গ্রহনের আকুতি পাঁজরের দগ্ধলিপি
উপসংহারে দরজা খোলা, প্রিয়
দেখে যদি জনপদ, সেও বুঝি পাগলপারা
ছুটে আসে অবিরাম ক্ষত, রক্তক্ষরণ
এই তো বটের ছায়া, সাঁঝতারা ...

No comments:

Post a Comment