মল্ল সাহিত্য ই-পত্রিকা , ২-য় বর্ষ
হরিৎ বন্দ্যোপাধ্যায়
হরিৎ বন্দ্যোপাধ্যায়
পাখি রঙের আকাশ ------ ৬৬
কোথাও একটানা একটা শব্দ হয়ে চলেছে। কানে লাগছে না। আবার কান পাততেও ইচ্ছা করছে না। মনে হচ্ছে চারপাশের পরিবেশের মতো শব্দটাও আমার সবকিছুর সঙ্গে মিশে গেছে। আলাদা করে তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। শব্দগুলো যেন ভেঙে ভেঙে গিয়ে আরও অজস্র শব্দ হয়ে পিনের মতো সারা গায়ে ফোটাচ্ছে। শরীরে কোথাও কোনো যন্ত্রণা নেই ঠিকই কিন্তু শব্দের পথ জুড়ে সবকিছু যেন অবশ হয়ে আসছে। সেই শব্দপথে আর কোনো শব্দ যেতে পারছে না। অদ্ভুত এক ঠাণ্ডা অন্ধকারের আবহাওয়া। এখনও হাত পা নাড়ছি কিন্তু কতক্ষণ তা জানি না।
No comments:
Post a Comment