মল্ল সাহিত্য ই-পত্রিকা , ২-য় বর্ষ
রবি ছায়ায় কবিতা ২০২০
ভোরের নরম রোদ
ছড়িয়ে পড়েছে পাখিদের ডানায়
বাতাস উদাসীন পৃথিবীর শোকে
তবু ও সে বয়ে এনেছে প্রিয় জন্মদিনের গন্ধ
একদিন এমনই এক ঊষার কথা বলেছিলে
দেখেছিলে মৃত্যুর গভীর অন্ধকার
লক্ষ তরঙ্গে ভেঙেছিল হৃদয় তোমার
কোন ইঙ্গিতে সব গান মুহূর্তে থেমেছিল সেদিনও
জন্মদিনের কবি
সব আশা ভালবাসা তুমিই তো গেঁথেছো সুরের ফুলে
তোমার কাছে শিখেছি দুঃখরাতেও গান গাইতে
আজ তোমার না বলা যত কথার
উৎস মুখ গেছে খুলে
খুঁজে পেয়েছি প্রাণের মাঝে সুধা
হে মহামানব
আর একবার এসো
তোমার অধরা মাধুরীর মুক্তধারায়
ধুয়ে দাও পৃথিবীর সব বিষ...
রবি ছায়ায় কবিতা ২০২০
জন্মদিনের কবি পৃথা চট্টোপাধ্যায়
ভোরের নরম রোদ
ছড়িয়ে পড়েছে পাখিদের ডানায়
বাতাস উদাসীন পৃথিবীর শোকে
তবু ও সে বয়ে এনেছে প্রিয় জন্মদিনের গন্ধ
একদিন এমনই এক ঊষার কথা বলেছিলে
দেখেছিলে মৃত্যুর গভীর অন্ধকার
লক্ষ তরঙ্গে ভেঙেছিল হৃদয় তোমার
কোন ইঙ্গিতে সব গান মুহূর্তে থেমেছিল সেদিনও
জন্মদিনের কবি
সব আশা ভালবাসা তুমিই তো গেঁথেছো সুরের ফুলে
তোমার কাছে শিখেছি দুঃখরাতেও গান গাইতে
আজ তোমার না বলা যত কথার
উৎস মুখ গেছে খুলে
খুঁজে পেয়েছি প্রাণের মাঝে সুধা
হে মহামানব
আর একবার এসো
তোমার অধরা মাধুরীর মুক্তধারায়
ধুয়ে দাও পৃথিবীর সব বিষ...
No comments:
Post a Comment