Tuesday 12 May 2020

বর্ণজিৎ বর্মন

মল্ল সাহিত্য ই-পত্রিকা , ২-য় বর্ষ 
১৩৩-তম প্রয়াস

বর্ণাঢ্য শোভাযাত্রা  বর্ণজিৎ বর্মন

পাখির দলে  স্ট্যাটাস সংকর  করি , ঘটি হাতে  গতি
উঠে আসে নিজস্ব মতি ,
দারিদ্রের লক্ষ্মণ রেখা ছিঁড়ে উড়ছে
পাখি , আপন আকাশে
তারপর সবুজ বাঁশ বনে
নেমেছে , মরশুম এসেছে যে
সন্তান  প্রতিপালনের ,
অঙ্কুরিত  কিংবা দু-পাতা গম
ক্ষেতে , নেমেছে বর্ণাঢ্য শোভাযাত্রা
বাংলার প্রিয় পাখিদের ।
রবি শষ্যে ভরে তোলো গোলা
দ-ুঠোঁট
ভরে যেন খেতে পারি দু বেলা ।


কারিগর

শীতে মাথা ঢাকবার পলিটিকস্ খন্ড নেই
প্রভাতের লাকে জোটে না নিয়মের আলুসেদ্ধ
তৃতীয় বিশ্বের ঘর জামাই
ফরেনে্ রাখে উৎবৃত্ত
এ যুগের কারিগর
লোকাল ট্রেনের ভীড়ের ফেরিওয়ালা
চা চাই ...বাদাম ...লজেন্স
- ছেলেটা স্বপ্ন দেখে বাবু ..
আমার স্বপ্ন ভ্রুনে  নষ্ট হয়
ও র স্বপ্ন যেন নষ্ট না হয়
আতুর ঘরে ,,,..'
ঝালমুড়ি চাই ....
দু পা আলপথ আর নুন ভাত চাই
ফরেন্ মানে বুঝিনা ,
জানি না কালোটাকা কি ,
স্বপ্ন দক্ষ কারিগর হবে
মারবেন না ফরেনে্ টাকা পুতে ।


জল

আমি তো জল
স্বচ্ছ জল
স্বাদের  গেট খোল , ঢুকে পরি
তোমার ইচ্ছা মতো
কালারফুল করো , গবেষণার উর্বর থিসিস খানি
ধ্রুবতারার আলো
তোমার মুখোজ্জল করুক বিশ্বের দরবারে
আমি তো জল
সৃষ্টি , ধ্বংস চওড়া বুকের ক্ষেতে
ক্ষমতা আন্ডার (under ) প্রতিদেশের
পার্লামেন্টের দরদী উজ্জল হাতে
আমি তো জল ...


লজ্জা

সম্পর্কে বধূঘোমটা নেই
লজ্জা নিজের মতো চুল বেঁধেছে
কুলীন কোথায় নদীর তীরে শ্মশান জ্বালায়

সম্মান তো আজ তৈরী করে টাকশালের
কারখ্না
দিন তো চলে , দিন তো বলে
গোয়ালনী তু খাটি দুধ দে
বৃদ্ধাশ্রমে শ্রীবৃদ্ধি
লজ্জা এলে হিসেব হবে

No comments:

Post a Comment