মল্ল সাহিত্য ই-পত্রিকা , ২-য় বর্ষ
১৩১-৩ম প্রয়াস
১৩১-৩ম প্রয়াস
সফেন জারা সোমা
সূর্যের কিরণ দিগন্তরেখা ছুঁলেই
ছুটে যাই নদীর সঙ্গমে ,
চিৎকার করে অস্বীকার করি
যৌনগন্ধি উপাচার,
মাস্তুলে ধাক্কা খাওয়া বাতাসে
শোকার্ত রূদালী ,
জেগে ওঠা জনমানবশূন্য
বালুচরে লুকিয়ে রাখি
অসুখী অক্ষরমালা ,
বুকে জমাট বাঁধা শ্যাওলার
পিচ্ছিল পথে হেঁটে যায়
ডেঁয়ো পিঁপড়েদের সারি ,
মুখে বয়ে আনে ক্ষয়াটে
সম্পর্কের দলিল দস্তাবেজের
সফেদ সফেন.....
No comments:
Post a Comment