মল্ল সাহিত্য ই-পত্রিকা , ২-য় বর্ষ
১৩৪-তম প্রয়াস
১৩৪-তম প্রয়াস
দৃশ্যকণা মৌসুমী চৌধুরী
জলের অতলে ভাসে দৃশ্যকণা।
রোদেলা দুপুরের ঝিম ধরা খন্ডচিত্র
ব্যঞ্জনধ্বনি থেকে উঠে আসে
উষ্ণায়ণ আর উষ্মীভবন।
বিজ্ঞাপিত দেওয়ালগ ছন্দের ওঠ-পড়া
বাক্ ফসলে চিরায়ত শব্দগুচ্ছ...
রোদ লাফিয়ে চলে শরীরী কানাগলিতে
পাড় ভেঙে পড়ে থাকে চাঁদ-ফুল-নদী
মুখে গ্যাঁজলা গ্যাঁজলা ফেনা...
রোদেলা দুপুরের ঝিম ধরা খন্ডচিত্র
ব্যঞ্জনধ্বনি থেকে উঠে আসে
উষ্ণায়ণ আর উষ্মীভবন।
বিজ্ঞাপিত দেওয়ালগ ছন্দের ওঠ-পড়া
বাক্ ফসলে চিরায়ত শব্দগুচ্ছ...
রোদ লাফিয়ে চলে শরীরী কানাগলিতে
পাড় ভেঙে পড়ে থাকে চাঁদ-ফুল-নদী
মুখে গ্যাঁজলা গ্যাঁজলা ফেনা...
দিশাহীন
জীবনরেখায় রামায়ণী গান
ইঁটের বুড়ো পাঁজরে মন্দিরের ইতিকথা।
অর্থের দিশাহীন ফাটা কাসর আর
দিশাহীন যুবকের পিস্তল-আজাদী।
ইঁটের বুড়ো পাঁজরে মন্দিরের ইতিকথা।
অর্থের দিশাহীন ফাটা কাসর আর
দিশাহীন যুবকের পিস্তল-আজাদী।
কৃষকের লাঙলের ফলা থেকে
মুখ থুবড়ে পড়ে নব ভারত।
মুখ থুবড়ে পড়ে নব ভারত।
শোক
তোমার মুখোমুখি দাঁড়ালে
খসে পড়ে রঙের নির্মোক
বোবা শব্দেরা খোঁজে মুক্তির আস্বাদ।
শ্যাওল-ধরা বিষন্ন পুকুরটা
লিখে রাখে কয়েক ফোঁটা শব্দ শিশির।
খসে পড়ে রঙের নির্মোক
বোবা শব্দেরা খোঁজে মুক্তির আস্বাদ।
শ্যাওল-ধরা বিষন্ন পুকুরটা
লিখে রাখে কয়েক ফোঁটা শব্দ শিশির।
তোমার কাছে তর্পণের জল চায়
আগুনে পোড়া হাজার পাতার শোক।
আগুনে পোড়া হাজার পাতার শোক।
No comments:
Post a Comment