মল্ল সাহিত্য ই-পত্রিকা , ২-য় বর্ষ
১৩১-৩ম প্রয়াস
১৩১-৩ম প্রয়াস
পাখি রঙের আকাশ ----- ৬৭ হরিৎ বন্দ্যোপাধ্যায়
তুমি আমাকে ঠিক কি শেখাতে চাও ? আমি জল জানি। জলের ভেতর ডুবে থাকা গাছ ঠিক কতদিন পর মাথা তোলার ইচ্ছা দেখায় বা আদৌ দেখায় কিনা বা মাথা দেখালেও আবার কবে ডুবে যাবার ইচ্ছায় সময় খোঁজে আমি জানি। আমি গাছ চিনি। পথে কত জায়গায় পিছলে যাওয়ার পর গাছের ছায়ায় আসতে হয় বা শুধুমাত্র গাছের ওপর বিশ্বাস রাখলেই একটা জীবন হাসতে হাসতে কিভাবে পার হয়ে যাওয়া যায় আমি জানি। এসো আমরা দুজনেই বরং হাঁটি। শেখা, শেখানো তোলা থাক। বৃষ্টিদুপুরে সময় কোথায় ? ছাতা শিখলে মাথায় নাও আর না শিখলে বৃষ্টি মাথায় পায়ে পায়ে। দেখব ছাতাও একদিন উড়ে গেছে। জানব, আকাশ ছাতায় বৃষ্টি ভেজার নাম জীবন।
No comments:
Post a Comment