Tuesday, 12 May 2020

শাহীন রায়হান

মল্ল সাহিত্য ই-পত্রিকা , ২-য় বর্ষ 
১৩৩-তম প্রয়াস


নদী ও শূন্যতা  শাহীন রায়হান

পরিত্যক্ত কতগুলো নদীর কঙ্কাল
নিঃশব্দে উড়ে যায় শকুনের ঠোঁটে।
নদ-নদীর সঙ্গম আজ অদৃশ্য রূপকথা
যা গল্প কথায় শুধু কৌতূহল বাড়ায়।
অথচ ওদের জীবন সিঁড়ির ধাপগুলোতে
আজ কোন জল নেই।
আছে প্রাণহীন বিরহ বেলুন ঢেউহীন আর্তনাদ
আর শুধুই জলহীন শূন্যতা-

আমার অনন্ত ভাবনায় উড়ে যায়
এক টুকরো নদী ভাঙা আশঙ্কার কালো মেঘ।
তবু আমি মেঘ ও আশঙ্কার মধ্যে কোন পার্থক্য খুঁজি না-
শুধু খুঁজি জলের গহীনে নদ-নদীর চির কাঙ্ক্ষিত জল সঙ্গম-
গাঙচিল জলপিপির অফুরন্ত উড়াউড়ি
সন্ধ্যার আবছা আলোতে এক মায়াবী নদীর-
প্রেমময় রূপালী জলস্রোত।


No comments:

Post a Comment