মল্ল সাহিত্য ই-পত্রিকা , ২-য় বর্ষ
রবি ছায়ায় কবিতা ২০২০
রবি ছায়ায় কবিতা ২০২০
আমরা পরিযায়ী সোমা মান্না
আমরা পরিযায়ী
পরিযায়ী শ্রমিক ৷
আমাদের রক্ত-ঘামে
আমরা দেশের জন্য সড়ক তৈরি করি,
ইমারত গড়ি, রপ্তানির জন্য রত্নখচিত গহনা বানাই ৷
আমাদের ডাক পড়ে ভোটব্যাঙ্ক ভরতে ;
অথচ সংক্রমণের ভয়ে
আমাদের ঘরে ফেরাতে চায় না দেশ , রাজ্য ৷ আমাদের জন্য তৈরি করা যায় না কোনো পরিকাঠামো ৷
বিদেশ থেকে এন আর আই-দের ফেরানোই যায় ৷
তারা বিত্তশালী , আমরা দরিদ্র শ্রমিক ৷
আমাদের মা-স্ত্রী-সন্তানের হাহাকার বৃথা ৷
আমাদের দেশের ট্রেন আমাদের বহন করতে চায় না ৷
পায়ে হেঁটে পাড়ি জমাই ,মৃত্যুবরণ করি ৷
কারণ আমরা শুধুই পরিযায়ী শ্রমিক ||
No comments:
Post a Comment