Sunday, 3 May 2020

হরিৎ বন্দ্যোপাধ্যায়

মল্ল সাহিত্য ই-পত্রিকা , ২-য় বর্ষ










হরিৎ বন্দ্যোপাধ্যায়

পাখি রঙের আকাশ  ------ ৬৫

ব্যস্ততার সকালেই সে এসেছিল। ঠিক বুঝতে পেরেছিলাম। কেমন যেন একটা অন্য হাওয়া। মনে হচ্ছিল কাজের মধ্যেই কোথাও একটা গিয়ে দাঁড়াই। যেন অনেক দূর পর্যন্ত দেখা যায়। ওই দূরের বটগাছটা, ঠিক তার পাশেই লড়াই করে দাঁড়িয়ে থাকা একটা পেয়ারা গাছ। সবাই আমার নজরে আসুক। কাজে কাজে রোজ মনে হতো। একটু হাতটা থামিয়ে পা-টা চালাই। কিন্তু ওই পর্যন্তই, তারপর আর এগিয়ে যাওয়া হয়ে ওঠেনি। তারপরই নজরে আসে দক্ষিণের জানলা। হাট করে খোলা। কেউ যেন খুলে দিয়েছে। অথবা নিজেই কখন বসন্ত দুপুরে খুলে নিয়েছে। 
এখন মাঝে মাঝেই কাজ থেকে সরে আসি দক্ষিণের জানলায়। বাইরে আলো ছায়ার বর্ণপরিচয়, হঠাৎ বৃষ্টির ধারাবাহিক নামতা ------ আগের মতোই চিরচেনা ছন্দের পায়চারি। কিন্তু তবুও কোথাও যেন সে হেঁটে যায়। জানলায় বারবার তার উঁকি আলগা করে দেয় আমাকে। আলগা হয়ে চারদেওয়ালের ভারে আজ অনেক হালকা হয়ে গেছি।


No comments:

Post a Comment