Friday, 8 May 2020

আবীর ভট্টাচার্য্য

মল্ল সাহিত্য ই-পত্রিকা , ২-য় বর্ষ
রবি ছায়ায় কবিতা ২০২০

প্রাণের ঠাকুর কে    আবীর ভট্টাচার্য্য

কবে থেকে বলোতো ঠাকুর ভালোবেসে গিয়েছি তোমায়..
শৈশবের বৈশাখীস্মরণে, তব কন্ঠে কুন্দমালা,
সেই শুরু...'সকরুন নিবেদনের গন্ধ ঢালা'
কুমুদিনী,মঞ্জুলিকা,সুচরিতা,বিনুদের সাথে সহবাস
হাসা,কাঁদা, ভালোবাসা,সোহাগ-জর্জর পরবাস
চোখে চোখ রেখে তাকাবার সাহস দিয়েছ যতবার
স্ত্রীর পত্রে মৃণাল হয়েছি,তবু 'অমিত'ধারায় ঝরেছ অনিবার
পুত্র-প্রিয়-পিতা হয়ে ছুঁয়ে যাও গোপন সংরাগে
তোমার আসঙ্গসুধা ভরে থাকে জীবনে, সোহাগে..

আজ নাকি জন্মদিন,..সখা মোর,হে বন্ধু আমার!
যার জন্ম প্রত্যুষের শিশির পতনে,কুসুমের প্রস্ফুটনে
কি প্রয়োজন তার সবিশেষ তিথি-উদযাপনে?
তবু জন্মদিন,কি দেব তোমায়!
এই দুঃসময়ে অভাবে,স্বভাবে উপবাস। ঘরে পড়ে শুধু চিঁড়ে 'টি;
গাছে আছে কলা,বসো,মেখে দিই বাটি ভরে,খাও দুটি
আবার যখন হবে ভোর,
পল্লবিত মল্লিকাবনে গুনগুন মনের ভ্রমর
কুসুমিত কুর্চিগন্ধে ভরে যাবে আমার উঠান
নিও গো ঠাকুর তুমি প্রাণভরে পায়েসান্ন-ঘ্রাণ






No comments:

Post a Comment